ইভিএম ত্রুটিতে ১২ রাজ্যে ভোট গ্রহণ ব্যাহত

ইভিএম
ইভিএম

আমেরিকার মধ্যবর্তী নির্বাচন হয়ে গেল ৬ নভেম্বর। ত্রুটিপূর্ণ ভোটিং মেশিনের (ইভিএম) কারণে এই নির্বাচনে ১২টির বেশি অঙ্গরাজ্যে ভোট গ্রহণের প্রক্রিয়া মারাত্মক ব্যাহত হয়। কিছু কিছু স্থানে ভোটারদের ভুল নিবন্ধন এবং ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছে ইউএস অধিকার রক্ষা গ্রুপ।

ভোট গ্রহণের দিন বিকেল নাগাদ কমপক্ষে ১২টি অঙ্গরাজ্য থেকে ভোট গ্রহণে চরম বিশৃঙ্খল পরিস্থিতির খবর আসে বলে কর্তৃপক্ষ জানায়। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনার খবরও পরিবেশন করে। ‘নির্বাচন প্রতিরোধ’ নামে ১০০টি গ্রুপ কর্তৃক স্থাপিত জাতীয় জরুরি হটলাইনে ভোট গ্রহণে বিভিন্ন অনিয়মের বিস্তর অভিযোগ আসে।

জর্জিয়া অঙ্গরাজ্যের মুখপাত্র ক্যানডিস ব্রুস বলেন, পরিস্থিতি বিবেচনায় অনিবার্য কারণবশত অনেক স্থানে ভোটিং মেশিনের পরিবর্তে সনাতনী পন্থায় ভোট গ্রহণ কার্যক্রম চালু করতে হয়। তবে এ পদ্ধতিতে ভোট গ্রহণে অনেক বেশি সময় ব্যয় হয়। বিশেষজ্ঞদের মতে, সনাতন পদ্ধতিতে ভোট গ্রহণ ইস্যু কোনো কোনো স্থানে মামলার কারণ হতে পারে।

আইনজীবীদের প্রতিষ্ঠান কমিটি ফর সিভিল রাইটস আন্ডার ল-এর একজন আইনজীবী বলেন, ‘এ ধরনের অনিয়মে যেকোনো ক্ষতিগ্রস্ত ভোটারের পাশে দাঁড়াতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’

অনেক ভোটারের মতে, ৬ নভেম্বর নির্বাচনের পুরো দিনটি ছিল হতাশাজনক। অনেকে আবার এই ভেবে উদ্বিগ্নও ছিলেন, তাঁর দেওয়া ভোটটি গণনার আওতায় আসবে কি না। ডাক বিভাগের কর্মী শারলি থর্ন বলেন, ‘আমি অবশ্যই আমার ভোটটি দেব, কেননা আজকের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।’