দেড় শ বছরের সর্বনিম্ন তাপমাত্রায় 'থ্যাংকস গিভিং' উৎসব

নিউইয়র্কে এবার সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পালিত হচ্ছে থ্যাংকস গিভিং উৎসব। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার তাপমাত্রা ১৮ ডিগ্রি ফারেনহাইটে (মাইনাস ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস) নেমে আসতে পারে, যা প্রায় দেড় শ বছরের মধ্যে সর্বনিম্ন। 

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস মোতাবেক, বৃহস্পতিবার নিউইয়র্কের তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রি ফারেনহাইটে দাঁড়াবে। ১৮৭০ সালের পর এই মাসের এই দিনে নিউইয়র্ক নগরীতে তাপমাত্রা এত কমে আসছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত হতে আর্কটিক সার্কেল থেকে আসা ঠান্ডার প্রভাবে তাপমাত্রা দ্রুত কমতে থাকবে। বৃহস্পতিবার দিনব্যাপী হিম ঠান্ডা বাতাস বইবে। এ শীতের কারণে বাৎসরিক মেসি থ্যাংকস গিভিং প্যারেডে লোক সমাগম কম হতে পারে বলে আয়োজকেরা ধারণা করছেন। রাতে তাপমাত্রা ১৮ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

তবে থ্যাংকস গিভিংয়ের পরদিন নিউইয়র্কবাসীর ক্রিসমাস শপিংয়ের দিন তাপমাত্রা কমে আসবে। শুক্রবার তাপমাত্রা ৩০ ডিগ্রি পর্যন্ত উঠবে বলে পূর্বাভাসে বলা হয়। যা অনেক স্বস্তির কারণ হবে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন। বোস্টন নগরী রেকর্ড পরিমাণ কম তাপমাত্রার কবলে পড়বে; যা ১৯০১ সালের পর সর্বনিম্ন।