সান্তা ক্লজের অস্তিত্ব টান দিলেন ট্রাম্প

হোয়াইট হাউসে বসে শিশুদের সঙ্গে টেলিফোনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
হোয়াইট হাউসে বসে শিশুদের সঙ্গে টেলিফোনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

বড়দিনের জনপ্রিয় চরিত্র সান্তা ক্লজ। বিশাল বড় ঝুলির মধ্যে নানা আকর্ষণীয় উপহার নিয়ে পথে পথে ঘোরেন তিনি। শিশুদের মধ্যে বিতরণ করেন সেসব উপহার। সেই উপহার পেয়ে শিশুদের আনন্দের সীমা থাকে না। অথচ এক শিশুর কাছেই কিনা সান্তা ক্লজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে।

বড়দিন উপলক্ষে গতকাল সোমবার হোয়াইট হাউস থেকে টেলিফোনে শিশুদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সেই আয়োজনের সংবাদ সংগ্রহে উপস্থিত ছিলেন কেভিন দিয়াজ। তিনি কোলম্যান নামের এক শিশুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথন তুলে ধরেন।

শিশুদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি
শিশুদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি

প্রেসিডেন্ট ট্রাম্প গম্ভীর গলায় কোলম্যানকে বলেন, ‘আরে, কোলম্যান নাকি? শুভ বড়দিন। তা, কেমন আছ? বয়স কত? ...বিদ্যালয়ে ভালো করছ তো? তুমি কি এখনো সান্তা ক্লজে বিশ্বাস করো?’ প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথোপকথনের ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে শোনা যাচ্ছে মেলানিয়া ট্রাম্প এক শিশুকে বলছেন, ‘আশা করি, তোমার স্বপ্ন সত্যি হবে।’