সাংবাদিক গোলাম মল্লিক আর নেই

গোলাম মল্লিক
গোলাম মল্লিক

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ ও সাংবাদিক গোলাম মল্লিক (৬০) আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার বেলা তিনটার পর নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

গোলাম মল্লিকের মরদেহ ওজোন পার্কের ইসলামিক ফিউনারেল হোমে রাখা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা জ্যামাইকা মুসলিম সেন্টারে তাঁর জানাজা হবে। লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল গ্রেভইয়ার্ডের মুসলিম কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

গত বুধবার দুপুরে গোলাম মল্লিক ম্যানহাটানের প্রেসবেটারিয়ান হাসপাতালে যান। চিকিৎসকেরা পরীক্ষা করার সময় দেখতে পান যে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত। এর আধা ঘণ্টা পরই গোলাম মল্লিক কোমায় চলে যান।

গোলাম মল্লিক একসময় ঢাকায় ফটো সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। নিউইয়র্কপ্রবাসী হওয়ার পর তিনি একাধিক বাংলা সংবাদপত্রে কাজ করেছেন।

গোলাম মল্লিকের মৃত্যুতে তাঁর পরিচিতজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গোলাম মল্লিক ১৯৯১ সালে নিউইয়র্কে আসেন।