সন্তানদের 'কোয়ালিটি টাইম' দেন পাখি

বাবা খাইরুল ইসলাম পাখি ও মেয়ে জেঁকে অরণি গুনগুন
বাবা খাইরুল ইসলাম পাখি ও মেয়ে জেঁকে অরণি গুনগুন

অভিনেতা ও উপস্থাপক খাইরুল ইসলাম পাখি কয়েক বছর ধরে নিউইয়র্কে বসবাস করছেন। অসম্ভব প্রাণ প্রাচুর্যে ভরপুর এই মানুষটি একজন গুণী নির্মাতাও বটে। খাইরুল ইসলাম পাখির স্ত্রী জ্যাকলিন গোমেজ নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন। ব্যস্ত ও সফল এই দম্পতির দুই সন্তানের মধ্যে বড় মেয়ে জেঁকে অরণি গুনগুন। মেয়ে এখানে বিখ্যাত বিশেষায়িত স্কুল ব্রঙ্কস সায়েন্সে টেন গ্রেডের ছাত্রী। আজ উত্তরের নকশার নিয়মিত আয়োজন দুই প্রজন্ম বিভাগে আমরা শুনব বাবা খাইরুল ইসলাম পাখি ও মেয়ে গুনগুনের পছন্দ-অপছন্দের কথা। লিখেছেন মনিজা রহমান 

১. যাদের অভিনয় দেখতে ভালো লাগে—
খাইরুল ইসলাম পাখি: হুমায়ুন ফরিদী, আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা, শহীদুজ্জামান সেলিম ও শমী কায়সার। আসলে এরা প্রত্যেকেই ঢাকা থিয়েটারে আমার সহশিল্পী ছিলেন।
জেঁকে অরণি গুনগুন: হুমায়ুন ফরিদী, জেনদায়া, কোল স্প্রাউস।
২. প্রিয় পোশাক—
খাইরুল ইসলাম পাখি: টিশার্ট, জিনস।
জেঁকে অরণি গুনগুন: গ্রাফিক টি শার্ট, জিনস ও ওভার অল টিশার্ট।
৩. বিরক্ত লাগে—
খাইরুল ইসলাম পাখি: যখন কেউ অহেতুক অনেক বেশি প্রশ্ন করে।
জেঁকে অরণি গুনগুন: যখন আমার চুপচাপ থাকতে ইচ্ছা করে, তখন কেউ এসে গল্প জুড়ে দেয়। আর যারা সব সময় দেরি করে আসে।
৪. পরস্পরের চরিত্রের পছন্দের ও অপছন্দের দিক…
খাইরুল ইসলাম পাখি: গুনগুন খুবই গোছানো একটা মেয়ে। এত কম বয়সে ওর একাগ্রতা ও ভালো করার জেদ আমাকে সত্যি অবাক করে। তবে অপছন্দ ওর অন্তর্মুখিতা। যেটা খুব দরকার সেটাও ও চায় না। কোনো চাহিদা যেন নেই ওর। এখন বাবা-মায়ের সঙ্গে আছে বলে আমরা অনেক কিছু না চাইলেও বুঝতে পারি। কিন্তু ভবিষ্যতে কী হবে জানি না।
জেঁকে অরণি গুনগুন: আমার বাবা খুব মজার মানুষ। ধরুন, আমি আর আমার ভাই বাসায় বসে পড়ছি, তখন হঠাৎ বাবা বাসায় ঢুকে গান শুরু করে দেন। এটা আমার খুব ভালো লাগে। তারপর উনি খাবার–দাবার, ব্যায়াম সবকিছু নিয়মিত করেন, যেটা সত্যি শিক্ষণীয়। তবে ভালো লাগে না, বাবা সবাইকে খুব বেশি বিশ্বাস করেন।
৫. প্রিয় খাবার…
খাইরুল ইসলাম পাখি: ভাত, ছোট মাছ, ভর্তা আর ডাল।
জেঁকে অরণি গুনগুন: মায়ের হাতের রান্না বিরিয়ানি।
৬. যার গান ভালো লাগে…
খাইরুল ইসলাম পাখি: শচীন দেব বর্মণ, সুবীর নন্দী, সামিনা চৌধুরী ও নচিকেতা।
জেঁকে অরণি গুনগুন: বাপ্পা মজুমদার, চিরকুট, আরিয়ানা গ্রান্ড, ট্রয় সিভান, ড্রেক।
৭. যেখানে যেতে চাই বার বার…
খাইরুল ইসলাম পাখি: ভুটান।
জেঁকে অরণি গুনগুন: ব্যাংকক।
৮. পছন্দের বাহন...
খাইরুল ইসলাম পাখি: যান্ত্রিক বললে ট্রেন, আর অযান্ত্রিক বললে গ্রামের ছই নৌকা।
জেঁকে অরণি গুনগুন: উড়োজাহাজ। কারণ এই বাহনটিতে আমরা পরিবারের সবাই মিলে অনেকক্ষণ আটকে থাকি। সেই সময়টা খুব উপভোগ করি।
৯. প্রিয় লেখক…
খাইরুল ইসলাম পাখি: রবীন্দ্রনাথ ঠাকুর।
জেঁকে অরণি গুনগুন: মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক।
১০. অবসরে যা করেন...
খাইরুল ইসলাম পাখি: সন্তানদের কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি। যেমন কোন বিষয় নিয়ে কথা বলি কিংবা ভালো কোন সিনেমা দেখি বা গান শুনি। পরিবারের চারজনের একটা গ্রুপ আছে মেসেঞ্জারে। সেখানে নিজেদের ভালো লাগার বিষয়গুলো শেয়ার করি।
জেঁকে অরণি গুনগুন: ডায়েরি লিখি, গিটার বাজাই, আঁকাআঁকি করি, ইউটিউব ভিডিও দেখি।
১১. টেলিভিশনে যে অনুষ্ঠান দেখতে ভালো লাগে…
খাইরুল ইসলাম পাখি: খেলা ও সংবাদ।
জেঁকে অরণি গুনগুন: ডিটেকটিভ বা কমেডি সিরিজ।
১২. প্রিয় রং...
খাইরুল ইসলাম পাখি: সাদা ও কালো।
জেঁকে অরণি গুনগুন: নীল।