'আমি পাঁচজনকে গুলি করেছি'

জেফের জাভার (২১)। ছবি: রয়টার্স
জেফের জাভার (২১)। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি ব্যাংকে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে অরল্যান্ডো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে সেব্রিং শহরের সানট্রাস্ট ব্যাংকে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকটিতে কেবল ওই পাঁচ ব্যক্তি ছিলেন। নিহত ব্যক্তিদের পরিচয়ের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, সানট্রাস্ট ব্যাংক থেকে এক ব্যক্তি তাঁদের ফোন করে বলে, ‘আমি পাঁচজনকে গুলি করেছি।’এই ফোনের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

ওই বন্দুকধারীর নাম জেফের জাভার (২১)। পুলিশ বলছে, জাভার ব্যাংকের ভেতরে একটি ব্যারিকেড তৈরি করে সেখানে দাঁড়িয়ে পড়েন। লোকজনকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করেন এবং গুলি ছোড়েন। খবর পেয়ে পুলিশ ঝড়ের গতিতে সেখানে পৌঁছায়। পুলিশ দেখে তিনি আত্মসমর্পণ করেন।

স্থানীয় শেরিফ পল ব্ল্যাকমান বলেন, ‘ভয়ংকর এই ঘটনা আমাকে অন্য যেকোনো ঘটনার চেয়ে বেশি মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’

ব্যাংক কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানান, বন্দুকধারী একাই এ ঘটনা ঘটিয়েছেন। তাঁকে দ্রুত বিচারে দাঁড় করানো হবে।