নিবেদিত প্রেম

দাবানল ছুঁয়ে গেছে ফাগুনের ডালে
পাতাবাহার পুড়ে ছাই, জীবন থেকে
বসন্ত রাজ পালিয়ে বেড়াচ্ছে নির্ঘুম চোখে
বল- এই প্রেম কি চেয়েছিলাম?

মলিন মুখে আয়নায় প্রতিচ্ছবি
দেখব না বলে তুলির আঁচড়ে
এঁকেছিলাম ছবি।

বৈশাখী ঝড়ে পণ্ড হলো বিলাসী সুখ
সুখ মরে শ্বশান হলো
বল- এই প্রেম কি চেয়েছিলাম?

চাইনি বলে দাবানলে জল ফেলো বাসন্তী
কথা বল প্রণয়ের, যে জীবনে তোমাকে
চেয়েছি, সেই জীবনে বিষের তীর
থেকে ফিরিয়ে নাও নিশানার চোখ
তারপর বাহুতে আটকে রাখ- অগাধ বিশ্বাস।

আমাদের পথেই হউক মিলন
পাড়া-প্রতিবেশী বলুক- সাচ্চা প্রেম।
আমাদের প্রেম ছাড়া সঞ্চয় অন্য কিছু নেই
আর নেই বলে জমিয়ে রাখি- প্রেম
অগাধ আস্থায়।