কফি শপ

পৃথিবীর বড় সব শহরেই কফি শপের ছড়াছড়ি। এই কফি শপগুলোতে মানুষ সময় কাটায়, গল্পগুজবে ঝড় তোলে কফির পেয়ালায়। ইতিহাস বলছে, পৃথিবীর প্রথম কফি শপটি চালু হয়েছিল আরব দেশে। আরবের মচা নগরে চালু হওয়া কফি শপটিতে বিভিন্ন জাত ও স্বাদের কফি পরিবেশন করা হতো। সময়টা পঞ্চদশ শতকের দিকেই। আরও ৩০ বছর পর উত্তর আরবের দামেস্কে (বর্তমানে সিরিয়ার রাজধানী) চালু হয় দ্বিতীয় কফি শপটি। মিসরের কায়রোতে কফির দোকান খোলা হয় ১৫৩৯ সালের দিকে।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে