ট্রাম্প যে খাবারে দুপুরের ভোজ সারলেন

ভিয়েতনামের পতাকা হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান) ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক। হ্যানয়, ভিয়েতনাম, ২৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
ভিয়েতনামের পতাকা হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান) ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক। হ্যানয়, ভিয়েতনাম, ২৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এখন ভিয়েতনামে। আট মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে দুই নেতা দ্বিতীয়বার বৈঠকে বসতে যাচ্ছেন। আজ বুধবার রাতে নিজেদের উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বসবেন বিশাল নৈশভোজে। কাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে মূল বৈঠকটি হবে।

নৈশভোজের আগে ট্রাম্পকে মধ্যাহ্নভোজে হ্যানয় কী দিয়ে আপ্যায়ন করেছে, তা নিয়ে প্রতিবেদন করেছে এএফপি।

হোয়াইট হাউসের বরাত দিয়ে বলা হয়, পাঁচ পর্বের শুরুতে ছিল শামুক, পুদিনাপাতা, কাজুবাদামসহ টাটকা কাঁচা আমের সালাদ। সালাদে ছিল মিষ্টি ভিনেগার। তবে খাদ্যরসিক ট্রাম্পকে সালাদের পর খুব বেশি অপেক্ষা করতে হয়নি। তাঁর সামনে চলে আসে কড়া করে ভাজা স্প্রিং রোল। ছিল বিশাল আকারের কাঁকড়া, পালংশাক দিয়ে সামুদ্রিক মাছের ঝোল।

এরপর যা ছিল প্রেসিডেন্টের পছন্দ না হয়ে উপায় নেই। কড মাছের কাবাব। সঙ্গে ছিল ফোয়ি গ্রাস (হাঁসের যকৃৎ থেকে তৈরি) দিয়ে ভাজা ওয়াগো গরুর মাংসের স্টেক, কালো চালের সস, রসুন দিয়ে হালকা ভাজা সবজি, আঠালো ভাতের সঙ্গে পদ্ম পাতায় মোড়ানো সেদ্ধ চিংড়ি। খাবারের শেষে মিষ্টি খাবার হিসেবে রাখা হয় হালকা মিষ্টি সিরাপের সঙ্গে গরম-গরম পদ্ম ফুলের বীজ, বিশেষ মাশরুম।