ভালো লাগার সমান্তরালে

১.

ভালো লাগাগুলো কখনো
বলে কয়ে আসে না
নিজের অজান্তে কেউ
আপন ছায়াগুলো মাড়িয়ে যায়
পাঁজরে দক্ষিণ হাত রেখে বলে না
কেউ কত ভালোবাসি তোমায়।

২.
সমুদ্রের গর্জন তির্যকতম বলেই
হয়তো ওরা ভীষণ চেঁচিয়ে গান ধরেছে
এখন কেউ চেঁচিয়ে কথা বললেই মনে হয়
নিশ্চয়ই লোকটা বেড়ে উঠেছে সমুদ্রতটে।
তটিনীর সোনালী বালুতে পা ঠেলে ঠেলে
নিয়ে চলেছি নির্জনতায়।
যেতে যেতে পৌঁছে গেছি বনিতা বিচে
আমায় দেখে বনিতারা অবাক বিস্ময়ে
তাকিয়ে আছে,আমি যেন অন্য গ্রহের প্রাণী
সমুদ্রে সূর্যাস্ত দেখার আগেই ভাবি পালাই।

৩.
পান্থ রেখা যখন ছুঁয়ে যাবে বসন্ত
নির্দ্বিধায় বীজগুলো করা যায় বপন
আগ্নেয়গিরির লাভা দেখে
সুনামির গভীরতা বুঝে নেওয়া যায়
সুখ-দুঃখের টানাপোড়েন তো থাকবেই
যেদিন হয়েছে বিগত বলতে হবে ভালোই ছিলাম
আগতকে স্বাগত জানিয়ে বলি, শুভ সকাল।