প্রেসিডেন্ট নন, রাজা ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্টের মতো নন, বরং রাজার মতো ব্যবহার করছেন। এমন অভিযোগ বিরোধী ডেমোক্র্যাটরা দীর্ঘদিন ধরেই করে আসছেন। এবার প্রমাণ মিলেছে, ট্রাম্প আসলেই নিজেকে রাজা হিসেবে দেখতে ভালোবাসেন।

কংগ্রেসের সিদ্ধান্ত অগ্রাহ্য করে ট্রাম্প তাঁর প্রস্তাবিত দেয়ালের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে যে জরুরি অবস্থা ঘোষণা করেন, ডেমোক্র্যাটরা সেই সিদ্ধান্তকে একনায়কসুলভ বলেও মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হ্যারি লিটম্যান নিউইয়র্ক টাইমসে নিবন্ধ লিখে অভিযোগ করেছেন, ট্রাম্প নিজেকে রাজা ভাবেন।

আরেক ভাষ্যকার ক্যাথরিন স্টুয়ার্ট ট্রাম্পকে রাজা নয়, পারস্যের মহাপরাক্রমশালী সম্রাট সাইরাসের সঙ্গে তুলনা করেছেন।

ট্রাম্প যে সত্যিই নিজেকে রাজা হিসেবে দেখতে ভালোবাসেন, তার প্রমাণ পাওয়া গেছে।

ট্রাম্পের মালিকানাধীন ফ্লোরিডার হোটেলের একজন অনিয়মিত অতিথি ট্রাম্পকে ‘রাজা’ হিসেবে সম্বোধন করে একটি পত্র লিখেছেন। এই দন্তচিকিৎসক তাঁর চিঠিতে আমেরিকার দন্ত চিকিৎসক সমিতির পক্ষে কিছু বাণিজ্যিক সুবিধার অনুরোধ জানিয়েছেন।

ট্রাম্প চিঠি পেয়ে বিন্দুমাত্র বিরক্ত বা বিব্রত না হয়ে তা আমেরিকার সাবেক সেনাসদস্যদের সেবায় নিয়োজিত দপ্তরের প্রধানের কাছে পাঠিয়ে দেন।

চিঠির মাথায় মোটা কালিতে ট্রাম্প নিজে লিখে দেন, এটি ভেটারান দপ্তরের প্রধান ডেভিড শুলকিনের কাছে পাঠানো হোক।

একজন অধস্তন কর্মকর্তা সেই নির্দেশ পেয়ে যথারীতি হোয়াইট হাউসের সিল মেরে লিখে দেন, চিঠিটি প্রেসিডেন্ট দেখেছেন।

ট্রাম্পের কাছে লেখা সেই চিঠি প্রো-পাবলিকা নামের বামঘেঁষা একটি ওয়েবসাইট এখন সারা দেশে বিলি করছে।