নারী কাব্য

বৃষ্টির অণুতে মৃত্তিকার উর্বরতা

প্রাণ আসে দারুণ খরার শেষে,
বনের সতেজতায় অনাঘ্রাত পৃথিবী
লাবণ্যে জড়ায় হেমন্তের কার্নিশে!

নারী সোদাময়ী, প্রকৃতির প্রতিকৃতি
লজ্জাবতী বিহঙ্গ আকাশ জমিনে
রিনি-ঝিনি চূড়ির শব্দ অন্দরে
অয়োময় ক্ষরণ নিশীথ রমনে!

কুমারের শ্রমে শিল্পের কারুকার্য,
কাঁদা মাটির পোক্ততা বাসনে—
সময়ের খননে, সাক্ষী সভ্যতা
আত্মপ্রত্যয়ে নারী জাগে সভ্রমে!

সমাজের ঘাই, সংসারের চাঁই
উনুনে আগুন, ফুলকী দেহ-মনে—
জাগে নারী আজ দুর্গা রূপে
একই অঙ্গে শুভ-অশুভের ব্যবচ্ছেদ ব্যবধানে।