৭ মার্চ উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বক্তারা। ছবি: প্রথম আলো
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বক্তারা। ছবি: প্রথম আলো

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আক্তার হোসেন।

সরেজমিনে দেখা গেছে, পুরো হলে দর্শক, অতিথি, সাংবাদিকসহ মানুষ ছিলেন মোট ৪৭ জন। এর মধ্যে বক্তব্য দিয়েছেন ৩৯ জন। অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেছিলেন ১৭ জন। সাংবাদিক ছিলেন ৮ জন। বাকি দর্শকেরা ছিলেন আওয়ামী লীগের নানা অঙ্গসংগঠনের নেতা-কর্মী। উপস্থিত ৪৭ জনের মধ্যে ৩৯ জনই বক্তব্য দেন।

এই আলোচনা সভা স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও, তা শুরু হয় রাত ৯টায়। চলে মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের শিক্ষক মারুফ মিয়া প্রথম আলোকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের বক্তব্য বাঙালি জাতির মুক্তির সনদ।

সঞ্চালক আবদুস সামাদ অনুষ্ঠান শেষে দুঃখ প্রকাশ করে বলেন, ‘যাঁদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’