ভার্জিনিয়ায় বৈশাখী মেলা ১৩ এপ্রিল

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। ১৩ এপ্রিল ভার্জিনিয়ার আর্লিংটন গেটওয়ে পার্কে (1300 Lee Hwy, Arlinton, VA 22209) এ মেলা আয়োজন করা হয়েছে। দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এই বৈশাখী মেলার আয়োজন করে আসছে।

এবারের বৈশাখী মেলা বিগত বছরের তুলনায় একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা কর্তৃপক্ষকে শুভেচ্ছা বাণী দিয়েছেন। সংগঠনের প্রেসিডেন্ট আবু রুমি জানিয়েছেন, এবারের বৈশাখী মেলায় প্রভাতি বর্ষবরণ ও নগরদোলা সংযোজন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শুভেচ্ছা বাণী পাওয়ার পর আমাদের উৎসাহ–উদ্দীপনা অনেক বেড়ে গেছে। বাংলাদেশে সরকারের তরফ থেকে এ রকম উৎসাহ পেলে আমরা আরও ব্যাপকভাবে বাংলার সংস্কৃতি প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে পারব বলে আশা রাখি। আমরা বাঙালি, আর তাই তো বাঙালির চেতনা নিয়ে বেঁচে থাকতে চাই দেশের বাইরে এই প্রবাসে।’

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বাণী
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বাণী