বিনা মূল্যে ট্যাক্স ক্লিনিক সেবা

সেজং মাল্টিকালচারাল সেন্টারে এই ট্যাক্স ক্লিনিকের আয়োজন করা হয়
সেজং মাল্টিকালচারাল সেন্টারে এই ট্যাক্স ক্লিনিকের আয়োজন করা হয়

কানাডার আলবার্টার অ্যাডমন্টনে বিনা মূল্যে ট্যাক্স ক্লিনিক সেবা দেওয়া হয়েছে। ১৪ এপ্রিল আলবার্টার অ্যাডমন্টনে সেজং মাল্টিকালচারাল সেন্টারে দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই
বিনা মূল্যে ট্যাক্স ক্লিনিকের আয়োজন করা হয়৷
স্থানীয় কমিউনিটি সদস্যদের ট্যাক্স ফাইলিংয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে এই অনুষ্ঠান পরিচালনা হয়৷ স্থানীয় অ্যাকাউন্ট্যান্ট অ্যাডওয়ার্ড প্রবীর মণ্ডল এবং কাউসার খন্দকার এই ট্যাক্স ক্লিনিক পরিচালনা করেন৷
কানাডায় অ্যাডমন্টনে বাংলাদেশি ছাত্র-ছাত্রী, কর্মজীবী, পেশাজীবী, ব্যবসায়ী সম্প্রদায় এবং নিম্ন আয়ের কমিউনিটি সদস্যদের বিনা মূল্যে ট্যাক্স ক্লিনিক সেবা দেওয়া হয়। এর মাধ্যমে প্রবাসে বাংলাদেশি কমিউনিটি সদস্যদের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সহযোগিতা করার জন্য বিশেষ সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন আয়োজক বিসিসিবি অ্যাডমন্টন চ্যাপ্টারের অ্যাডমিন খালেদ বারি নভেল৷ খালেদ বারি নভেল আগামী বছর আরও বড় আকারে ট্যাক্স ক্লিনিক আয়োজন করার ঘোষণা দেন৷