ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বর্ষবরণ ও পান্তা উৎসব

বাংলা বর্ষবরণ ও পান্তা–ইলিশের আয়োজন করে ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন
বাংলা বর্ষবরণ ও পান্তা–ইলিশের আয়োজন করে ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ঠাকুরগাঁওবাসী উদ্‌যাপন করল বাংলা বর্ষবরণ ও পান্তা-ইলিশের মনোমুগ্ধকর আয়োজন।
জ্যামাইকা হিলসাইডে মনোরম পরিবেশে বাঙালির পুরোনো ঐতিহ্য এবং সংস্কৃতির সর্বজনীন প্রাণের আনন্দোৎসব ছিল ঠাকুরগাঁও ওয়েলফেয়ারের। সপ্তাহান্তে প্রবাসের এই ব্যস্ত জীবনে সবকিছু পেছনে ফেলে প্রিয় জন্মভূমির মায়াবী পরশ পেতে নাচে-আনন্দে, গানে-কবিতায়, রঙে-ঢঙে, ভাজি-ভর্তায়, ইলিশ-পান্তার সঙ্গে সঙ্গে আত্মার মিলনে রঙিন ছিল আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সভাপতি মো. আহসান উল্লাহ ফিলিপ স্বাগত বক্তব্যে বলেন, ‘আপনারা বিভিন্ন স্টেট থেকে আজকের এই বিশেষ দিনে একই প্ল্যাটফর্মে সমবেত হয়েছেন, এ কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মামুন সংগঠনের কর্মীদের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং যাঁরা অক্লান্ত পরিশ্রম করে খাবারের আয়োজন করেছেন তাঁদের সবার মাঝে পরিচয় করিয়ে দেন।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, নর্থ
বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ, সাবেক সভাপতি ডা. চৌধুরী এম হাসান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সহসভাপতি মো. দবিরুল ইসলাম প্রমুখ
প্রবাসের জনপ্রিয় শিল্পী রোকসানা মীর্জার অনবদ্য পরিবেশনা এবং আহম্মদ হোসেন বাবুর কবিতা সবাইকে মুগ্ধ করে।
ঠাকুরগাঁও ওয়েলফেয়ারের অসাধারণ এই আয়োজনে আপ্লুত নারী-পুরুষেরা সমবেত গলায় গেয়ে ওঠেন—এসো হে বৈশাখ এসো হে এসো....