জ্যাকসন হাইটসে সাপ্তাহিক কোয়ান্টাম সেমিনার অনুষ্ঠিত

জ্যাকসন হাইটসে সাপ্তাহিক কোয়ান্টাম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল ৭২ স্ট্রিটের মামুন’স টিউটোরিয়ালে অনুষ্ঠিত এবারের সেমিনারের বিষয় ছিল ‘জাকাত বরকত আনে দাতার সম্পদে’। এতে আলোচনা করেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি জ্যাকসন হাইটের দায়িত্বশীল শাহনাজ আলম।
আলোচক বলেন, জাকাত সম্পর্কে অধিকাংশ মানুষের ভ্রান্ত ধারণা আছে। জাকাত বলতে বুঝি দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ। কিন্তু জাকাতের মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন। অর্থাৎ এ বছর যিনি জাকাত গ্রহীতা তিনিই ভবিষ্যতে জাকাত দাতা হবেন।
জাকাতের অর্থ কোয়ান্টাম জাকাত ফান্ডে দেওয়ার আহ্বান জানিয়ে আলোচক বলেন, দেশব্যাপী দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৯৬ সালে কোয়ান্টাম জাকাত ফান্ড গঠন হয়। বৈষয়িক, নৈতিক, আত্মিক পুনর্বাসনের লক্ষ্যে হাজারো মানুষ আজ কোয়ান্টাম জাকাত ফান্ড থেকে জাকাত গ্রহণ করে সচ্ছল হয়েছেন। ঘুচিয়েছেন জীবনের অভাব।
সেমিনারে আলোচনা ছাড়াও জাকাতের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, সমস্যা পীড়িতদের জন্য হিলিং ও মেডিটেশনের আয়োজন করা হয়।
এ ছাড়া পারিবারিক, শারীরিক, মানসিক, আর্থিক ও আত্মিক সমস্যা সমাধানে দেওয়া হয় ফ্রি কাউন্সেলিং সেবা। প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিনা মূল্যে এ প্রোগ্রামে যোগ দিতে পারেন বলে কোয়ান্টাম থেকে জানানো হয়েছে।