আপনি কতটুকু নৈতিক?

ন্যায়-নীতির কথায় আসলে অনেকেই মনে করেন, তাঁরা নৈতিক এবং সঙ্গে সঙ্গেই অন্যদের অনৈতিক ভাবতে শুরু করেন। কখনো কি নিজেকে এই প্রশ্ন করেছেন আপনি কতটুকু নৈতিক? যদি না করেন, তবে নিজে নিজেই যাচাই করে নিন আপনি কতটুকু নৈতিক। নিচের প্রত্যেকটি প্রশ্নের ‘হ্যাঁ’ উত্তরের জন্য দুই মার্কস দিন এবং ‘না’ উত্তরের জন্য এক মার্কস দিন। প্রশ্নগুলো এমন—
l আপনি কি অফিসের সময় নিজের ব্যক্তিগত কোন কাজ করেছেন? বা কারও সঙ্গে দেখা করেছেন?—যে সময় আপনি অতিরিক্ত কাজ করে পুষিয়ে দেননি।
l অফিসের এমন কোন জিনিসপত্র আছে যা আপনার ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করেছেন এবং ক্ষুদ্র জিনিস বলে তার মূল্য দেননি?
l আপনার অন্য কোন কাজের জন্য কি কখনো অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন?
l কাউকে ব্যঙ্গ করার জন্য তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন কিছু বলছেন বা লিখছেন?
l কারও সম্পর্কে তার আড়ালে কি নিন্দা করছেন?
l কারও সম্পর্কে অযথা কি কোন গুজব ছড়িয়েছেন?
l মান-সম্মান হারানোর ভয়ে নিজের ভুল স্বীকার করতে পারেননি?
l আপনার জানামতো অফিসের এমন কোন নিয়মকানুন আছে কি, যা আপনি মেনে চলেন নি যা অন্যরা জানেন না?
l অন্যরা জানলে আপনার মূল্য কমে যেতে পারে এই ভয়ে কাউকে কি কখনো কোন তথ্য দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন?
l আপনার দেওয়া কথা/প্রতিশ্রুতি রাখতে পারেননি—এমন কিছু আছে কি?
l চাকরি চলে যাওয়ার ভয়ে কোন ভুল/মিথ্যা তথ্য দিয়ে কোন তালিকা পূরণ করেছেন?
l আপনার জানামতো সবচেয়ে ভালো পথ না দেখিয়ে কাউকে অন্য কোন পথ দেখিয়েছেন?
l নিজ কাজ বা অফিসের কাজের স্বার্থে পুরোপুরি সৎ থাকতে পারেননি বা কোন তথ্য লুকিয়েছেন?
l অফিসে কোন উপলক্ষ/অনুষ্ঠান ছাড়া কোন দান বা উপহার দিয়েছেন বা গ্রহণ করেছেন?
l নিজের সমস্যা হতে পারে বা ফ্যাসাদে পড়তে পারেন ভেবে কাউকে সাহায্য করা থেকে নিজেকে কখনো বিরত রেখেছেন?
এবার আপনার মার্কসগুলো যোগ করুন। যদি আপনার মার্কস ১৫-১৭ এর মধ্যে হয় তবে আপনি অনেক নৈতিক মানুষ। সুখী থাকুন। আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছেন। যদি আপনার মার্কস ১৮-২০ এর মধ্যে হয়, তবে আপনি মোটামুটি নৈতিক। কিছু চেষ্টা করলেই আপনি একজন পুরো নৈতিক মানুষ হতে পারবেন। কাজেই, আপনি নৈতিক হওয়ার চেষ্টা করে ৩ মাস পর আবার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনার নৈতিকতা যাচাই করুন। আর, আপনার মার্কস যদি ২১-২৩ এর মধ্যে হয়, আপনার নৈতিক হতে অনেক বাকি আছে। সে ক্ষেত্রে নিজের নৈতিকতার ওপর গুরুত্ব দিন এবং এই প্রশ্নগুলোর আবারও ৬ মাস পর উত্তর দিয়ে দেখুন, আপনার কতটুকু উন্নতি হয়েছে। যদি আপনার উন্নতি না হয়, তবে মনে হয় আপনি এই চাকরি না করে অন্য কিছু করা ভালো।
আপনার মার্কস যদি ২৪-৩০ এর মধ্যে হয়, তবে আপনি পুরোই অনৈতিক মানুষ। আপনার দ্বারা অনেক মানুষের ক্ষতি হচ্ছে।