ইরানের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াক, তা চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প তাঁর শীর্ষ কর্মকর্তাদের এ কথা জানান।

নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘তিনি (ট্রাম্প) যুদ্ধে যেতে চান না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলছে। পরিস্থিতিকে একধরনের ‘যুদ্ধাবস্থা’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের ঘোষণা পর্যন্ত দিয়েছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না বলে জানা গেল।

অবশ্য ট্রাম্পের এই মনোভাব গণমাধ্যমে আসার আগে তাঁর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না। রাশিয়া সফরকালে পম্পেও এই মন্তব্য করেন।

ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো যুদ্ধ চায় না।

ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া অন্য সহযোগীদের সঙ্গেও কথা বলেছেন। তিনি তাঁদের কাছে নিজের মনোভাব জানিয়েছেন।

তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবেন।

এদিকে ট্রাম্পের কাছে গতকাল সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে? জবাবে ট্রাম্প বলেন, ‘আশা করি—না।’