মায়ের প্রিয় লাল মেয়ের সবুজ

রোকেয়া আক্তার ও একমাত্র সন্তান সাহজিয়া আক্তার
রোকেয়া আক্তার ও একমাত্র সন্তান সাহজিয়া আক্তার
>

সাড়ে ছয় বছর বয়সী কন্যাকে নিয়ে একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে আমেরিকায় এসেছিলেন রোকেয়া আক্তার। পরিবারের কেউ চায়নি। কেউ না! ভিনদেশের শক্ত মাটি স্বাগতম জানাইনি তাঁকে। তবু দাঁতে দাঁত কামড়ে পড়ে থেকেছেন। এক সময় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উচ্চ পদে। রোকেয়া আক্তার পেশায় একজন মার্কেটিং অ্যানালিস্ট। এর বাইরে মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। নিউইয়র্কে বাঙালি কমিউনিটির গর্ব তিনি। একমাত্র সন্তান সাহজিয়া আক্তার পেশায় আইটি এক্সপার্ট। মায়েরা শুধু নরম হবেন, সমাজের কথা ভেবে সহ্য করে যাবেন আজীবন, তা নয়। হতে পারেন রোকেয়া আক্তারের মতো একজন সংগ্রামী মা। যিনি দেখিয়ে দিয়েছেন একাও কীভাবে সন্তানকে প্রতিষ্ঠিত করা যায়। এবারের মা দিবসে শোনা যাক রোকেয়া আর সাহজিয়ার পছন্দ-অপছন্দের কথা। লিখেছেন মনিজা রহমান

১. যার অভিনয় দেখতে ভালো লাগে...
রোকেয়া আক্তার: অমিতাভ বচ্চন, শ্রীদেবী, রেখা।
সাহজিয়া আক্তার: শাহরুখ খান, রানি মুখার্জি

২. প্রিয় পোশাক—
রোকেয়া আক্তার: শাড়ি
সাহজিয়া আক্তার: সালোয়ার কামিজ

৩. বিরক্ত লাগে যখন...
রোকেয়া আক্তার: যখন কেউ বেইমানি করে, বলে একটা করে আরেকটা।
সাহজিয়া আক্তার: যখন আমার পরিবারের কারও সম্পর্কে কেউ বাজে কিছু বলে।

৪. পরস্পরের চরিত্রের পছন্দের ও অপছন্দের দিক…
রোকেয়া আক্তার: সবার সঙ্গে-সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে আমার মেয়ে। যেটা ওর চরিত্রের ভালো দিক। আর খারাপ লাগে, ও খুব চাপা স্বভাবের। অতি সরল স্বভাবের। কেউ পাঁচ মিনিট ওকে কোনো আবেগপূর্ণ কথা বললে ওর চোখ নাক দিয়ে পানি পড়া শুরু করে।
সাহজিয়া আক্তার: আমার মা খুব দয়ালু মনের, সব সময় অন্য মানুষের কথা চিন্তা করে। আর অপছন্দের দিক হলো, আমার মা খুব জেদি। আসলে আমরা দুজনেই সিংহ রাশির। বেশির ভাগ সময় দেখা যায়, কোনো বিষয়ে একমত হতে পারি না।

৫. প্রিয় খাবার…
রোকেয়া আক্তার: ভাত, শুঁটকি ভর্তা, মাছ।
সাহজিয়া আক্তার: রুই মাছ আর ভাত।

৬. যার গান ভালো লাগে…
রোকেয়া আক্তার: মান্না দে। আর আমার প্রয়াত ছোট ভাই আবিদুর রহমান সেন্টু। লালন ব্যান্ডে ছিল সে। ওর গান শুনি মাঝেমধ্যে। যদিও কষ্ট হয় শুনতে।
সাহজিয়া আক্তার: তাহসান খান। পাপাইয়ের গানও ভালো লাগে। খুব সুন্দর কণ্ঠ।

৭. যেখানে যেতে চাই বার বার…
রোকেয়া আক্তার: ইতালিতে তিন বছর আগে বেড়াতে গিয়েছিলাম মা আর মেয়ে মিলে। তখন ভেনিস খুব ভালো লেগেছিল। এ ছাড়া দুবাই আমার প্রিয় শহর। ডেজার্ট ড্রাইভ রোমাঞ্চকর।
সাহজিয়া আক্তার: ইতালির ফ্লোরেন্স।

৮. পছন্দের বাহন...
রোকেয়া আক্তার: গাড়ি
সাহজিয়া আক্তার: গাড়ি

৯. প্রিয় লেখক…
রোকেয়া আক্তার: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার সব কালেকশন আছে।
সাহজিয়া আক্তার: ড্যান ব্রাউন

১০. অবসরে যা করা হয়...
রোকেয়া আক্তার: আমার স্বামী জোয়েল গ্র্যান্ড, পাপি (কুকুর ছানা) পেনি আর আমি তিনজন মিলে লিভিং রুমে বসে টেলিভিশন দেখি। গরমের সময় বাড়ির পেছনে তিনজনে বসে থাকি।
সাহজিয়া আক্তার: গান শুনি প্রচুর। হোমওয়ার্ক করা কিংবা রান্না—সব সময় গান শোনা হয়।

১১. টেলিভিশনে যে অনুষ্ঠান দেখতে ভালো লাগে…
রোকেয়া আক্তার: সিএনএনে নিউজ দেখা হয়, আমার স্বামীর কারণে।
সাহজিয়া আক্তার: সিরিয়াল দেখি টিভিতে। ফ্রেন্ডস, দি অফিস আমার প্রিয় সিরিয়াল।

১২. প্রিয় রং…
রোকেয়া আক্তার: লাল।
সাহজিয়া আক্তার: সবুজ।