ব্রঙ্কসে ৭টি বইয়ের প্রকাশনা উৎসব

ব্রঙ্কসে বইয়ের প্রকাশনা উৎসবে লেখক ও অতিথিরা
ব্রঙ্কসে বইয়ের প্রকাশনা উৎসবে লেখক ও অতিথিরা

ব্রঙ্কসের পার্কচেস্টারের এশিয়ান ড্রাইভিং স্কুলের পার্টি হলে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল সাতজন লেখকের বই ও সাহিত্য সাময়িকীর প্রকাশনা উৎসব। ১০ জুন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ প্রকাশনা উৎসবে উল্লেখযোগ্যসংখ্যক সাহিত্যমোদী উপস্থিত ছিলেন।
এ বি এম সালেহ উদ্দীনের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে আহবাব চৌধুরী খোকনের ‘কালের ভাবনা’, কবি মাকসুদা আহমেদের ‘শব্দ ও অনুভূতি’, সাইদুর রহমান লিংকনের ‘সাইকেলে বিশ্বজয়’, জুঁই ইসলামের ‘আটলান্টিকের শব্দতরঙ্গ’, হাবিব ফয়েজির ‘মানুষটি আজও জানালা খুলে’, রশীদ জামিলের ‘একটি স্বপ্নভেজা সন্ধ্যা’ ও সাহিত্য ম্যাগাজিন ‘পঞ্চায়েত’-এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন শেষে বইগুলোর ওপর আলোচনা করেন কৌশিক আহমেদ, শাহ বদরুজ্জামান রুহেল, হাবিব ফয়েজি, মাছুম আহমেদ, সোনিয়া কাদির, জুঁই ইসলাম ও এ বি এম সালেহ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিশুক সেলিম, ওবায়দুল্লাহ মামুন, ফরিদা ইয়াসমিন, ইশতিয়াক রূপু ও মোহাম্মদ সাদী মিন্টু।