ফজলুর রহমান হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানের হত্যার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবিতে নিউইয়র্কে গোপালগঞ্জ সোসাইটির মানববন্ধন। নিউইয়র্কের গোলাপগঞ্জবাসীসহ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন
সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানের হত্যার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবিতে নিউইয়র্কে গোপালগঞ্জ সোসাইটির মানববন্ধন। নিউইয়র্কের গোলাপগঞ্জবাসীসহ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন

সিলেটের গোলাপগঞ্জের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে নিউইয়র্কে গোলাপগঞ্জ সোসাইটি মানববন্ধন করেছে। ৭ জুলাই নিউইয়র্কের গোলাপগঞ্জবাসীসহ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
করোনা পার্ক সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানকে হত্যা করা হয়েছে। পুলিশের তদন্তেই হত্যার ঘটনা বেরিয়ে এসেছে, যা ছিল পরিকল্পিত। অথচ হত্যার নির্দেশদাতাকে এখনো বিচারের আওতায় আনা হয়নি।
মানববন্ধন থেকে জনপ্রিয় এ চেয়ারম্যান হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, ফজলু রহমান জীবদ্দশায় প্রাণসংশয়ের কথা জানিয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছিলেন। তাও তিনি প্রাণে বাঁচতে পারেননি। ওই জিডির সূত্র ধরেই হত্যাকারীর পরিচয় ও নির্দেশদাতাকে শনাক্ত করা সম্ভব।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ আগস্ট সাজানো সড়ক দুর্ঘটনায় পরিকল্পিতভাবে ফজলুর রহমানকে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী শেখ আক্তারুল ইসলাম, ফয়জুর রহমান ফটিক, সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, মঞ্জুর আহমেদ চৌধুরী, দিনার চৌধুরী, হান্নান চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, এবাদ চৌধুরী, আবুল কালাম চৌধুরী, হেলিম আহমদ, আব্দুল মোমিত চৌধুরী ওমেল, মিসবাহ আহমেদ, ফয়সাল আহমেদ, সাবেরা চৌধুরী প্রমুখ।