ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে ৫ শিশু নিহত

পেনসিলভানিয়ায় মধ্যরাতের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে পাঁচটি শিশু। ছবি: রয়টার্স।
পেনসিলভানিয়ায় মধ্যরাতের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে পাঁচটি শিশু। ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি ডে কেয়ার সেন্টারে আগুন লেগে পাঁচটি শিশু মারা গেছে। গত শনিবার স্থানীয় সময় দিবাগত রাতে পেনসিলভানিয়া রাজ্যের এরি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এরি ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা গাই স্যান্টোনে জানিয়েছেন, নিহতদের বয়স ৮ মাস থেকে ৭ বছরের মধ্যে। এ ঘটনায় এক নারীও আহত হয়েছে বলে জানিয়েছেন স্যান্টোনে।

ডে কেয়ার সেন্টারে থাকা পাঁচ শিশুর মধ্যে চারজনের বাবা-মা রাতের শিফটে কাজ করেন। তাই রাতের বেলাও ডে কেয়ার সেন্টারেই থাকতে হতো শিশুদের। এরি পুলিশ বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট জোকি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ভবনটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি তিনি।

অগ্নিকাণ্ডের পর ১২ ‍ও ১৭ বছর বয়সী দুই কিশোরী ভবনটির ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে রক্ষা পায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে আরটি নামক একটি স্থানীয় গণমাধ্যম। নিহতদের মধ্যে ৮ ও ৬ বছর বয়সী দুই ভাইবোন এবং ৪ বছর ও ১০ মাস বয়সী অপর দুই ভাইবোনের কথা নিশ্চিত করেছে তাদের দাদি।