সূর্যমুখী রোদ

নিদারুণ পুষ্প ভারে আছি, ঝুলে আছি শিকড়-বিহীন অতিশয় গাছ। চারদিকে তাই মৌ মৌ সুর-কালিজিরা চাল, বাসমতি চাল। নিদানতত্ত্ব বিবেচনা করে বিকশিত হলো ঢেঁকি-কোলাহল স্বরচিত গ্রাম। এই ঘটনার পর ধানের বাগান জুড়ে আগুনের খেলা জাগে, উনুনে পানির ঘ্রাণ। ডালের বাগার থেকে তবু উঠে আসে স্বাস্থ্যসম্মত বুদ্‌বুদ আর ধনিয়া পাতার বিহ্বল দিন। প্রার্থনার ডাক শুনে রাজনীতি দিয়ে কেনাবেচা হলো গাঢ় লাল রঙ ফুলের বাগান।

তবু ছুটে আসো আকন্দ পাতার দিকে সূর্যমুখী রোদ…