ওজনপার্কে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি তরুণ আহত

ফরহাদ হোসেন
ফরহাদ হোসেন

নিউইয়র্কের ওজনপার্ক এলাকায় দুর্বৃত্তের হামলায় ফরহাদ হোসেন (২৬) নামের এক বাংলাদেশি তরুণ গুরুতর আহত হয়েছেন।
১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে ফরহাদ কাজ শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ফরহাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওজনপার্কের ৮০ সাবওয়ে স্টেশন হয়ে রিলায়েন কন্সট্রাকশন কোম্পানি থেকে বাসায় ফিরছিলেন ফরহাদ। এ সময় পথে তিন সদস্যের একটি দুর্বৃত্তের দল তাঁর গতিরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা ফরহাদের চোখে মুখে কিল-ঘুষি মারতে থাকে। এতে ফরহাদ মাটিতে লুটিয়ে অচেতন হয়ে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁর মানিব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে অচেতন অবস্থায় ফরহাদকে হাসপাতালে ভর্তি করানো হয়।

দুর্বৃত্তের হামলায় আহত ফরহাদ হোসেন বলেন, আমি আরেকটু সুস্থ হয়ে মামলা করব, এ ছাড়া দুর্বৃত্তদের দেখলে তিনি চিনতে পারবেন বলে সাংবাদিকদের জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ফরহাদের স্বজনদের পক্ষ থেকে জানানো হয়, ফরহাদ আহত হলেও নিউইয়র্কের কোনো সামাজিক সংগঠন বা সমিতির পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেনি।

স্থানীয় আশরাফ আলী খান বলেন, ইমিগ্রান্টদের সহজ সরল পেয়ে দুর্বৃত্তরা হামলা করছে এবং অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের বিরুদ্ধে কমিউনিটির লোকদের সচেতনতা বাড়াতে হবে। এ ছাড়া প্রতিটি ঘটনার জন্য পুলিশ কেসে পরামর্শ দেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।