জ্যাকসন হাইটস মাতালেন নোবেল

কনসার্টের মঞ্চে আয়োজক ও অতিথিদের সঙ্গে কণ্ঠশিল্পী নোবেল।
কনসার্টের মঞ্চে আয়োজক ও অতিথিদের সঙ্গে কণ্ঠশিল্পী নোবেল।

জ্যাকসন হাইটস মাতালেন মাঈনুল আহসান নোবেল। ১৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটস মেতে উঠেছিল নোবেলের সংগীত মূর্ছনায়। বেলাজিনো পার্টি হলে মাঈনুল আহসান নোবেলের একক কনসার্টে ছিল শ্রোতা দর্শকদের উপচে পড়া ভিড়।
‘সারেগামাপা’-এর প্রধান সংগীত সমন্বয়কারী শুভম মৈত্রকে নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে মঞ্চে ওঠেন নোবেল। ‘আকাশ ভরা সূর্য তারা’ গানের মাধ্যমে তিনি তাঁর পরিবেশনা শুরু করেন। একে একে তিনি বিভিন্ন জনপ্রিয় শিল্পীর গাওয়া ‘মা’, ‘বাবা’, ‘বৃদ্ধাশ্রম’, ‘বাংলাদেশ’, ‘যেখানে সীমান্ত তোমার’সহ প্রায় ২০টি গান পরিবেশন করেন। মাঝে আইয়ুব বাচ্চুর স্মরণে সবাই দাঁড়িয়ে ‘সেই তুমি’ গানটি পরিবেশন করা হয়।
‘সারেগামাপা’-এর দ্বিতীয় রানারআপ বিজয়ী মাঈনুল আহসান নোবেল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখেন হলভর্তি শ্রোতাদের। শত ব্যস্ততার মধ্যেও বিপুলসংখ্যক প্রবাসী এ সংগীতানুষ্ঠান উপভোগ করতে এসেছিলেন। গানের ফাঁকে ফাঁকে কিছু আক্ষেপের কথাও বলেন নোবেল। তিনি বলেন, ‘আমেরিকা সবাইকে ভিসা দেয় না। তাই সঙ্গে কোনো মিউজিশিয়ান আসতে পারেননি। যদি পুরো টিম নিয়ে আসতে পারতাম, তবে এই আয়োজন আপনারা আরও বেশি উপভোগ করতেন।’
গান শেষে স্টেজে ওঠেন আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি নোবেলের হাতে ক্রেস্ট তুলে দেন। স্পনসর ও দর্শকদের কনসার্ট সফল করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই বিশাল আয়োজন আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। শো টাইম মিউজিকের সব সাফল্যের পেছনে রয়েছেন সম্মানিত স্পনসর ও দর্শকেরা।’