ওকাসিও-কর্টেজকে চ্যালেঞ্জ ছুড়লেন বদরুননাহার খান

বদরুননাহার খান, ওকাসিও-কর্টেজ
বদরুননাহার খান, ওকাসিও-কর্টেজ

বর্তমান সময়ে আমেরিকার অন্যতম আলোচিত রাজনীতিবিদ আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আগামী নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশি নারী বদরুননাহার খান। গত জুলাইয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলেও ১৮ সেপ্টেম্বর ব্রঙ্কসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসউইম্যান পদে প্রচার কার্যক্রম শুরু করেন তিনি।

নিউইয়র্কে বাংলাদেশিদের কাছে ‘মিতা’ নামেই বেশি পরিচিত বদরুননাহার খান জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। একজন দক্ষ সংগঠক হিসেবে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। এই পরিচিতিকেই কাজে লাগাতে চাইছেন তিনি।

অভিজ্ঞ রাজনীতিক জোসেফ ক্রাউলিকে পরাজিত করে আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ যেমন সবাইকে চমকে দিয়েছিলেন, ঠিক একইভাবে বদরুননাহারও বাংলাদেশিদের সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী হতে চান। কুইন্সের নির্বাচনী এলাকায় বাংলাদেশিদের আধিক্য রয়েছে। গত নির্বাচনে ওকাসিও-কর্টেজকে এই বাংলাদেশিরা ব্যাপকভাবে সমর্থন করেছিলেন। নির্বাচিত হওয়ার পর থেকে ওকাসিও আলোচনার কেন্দ্রে চলে আসেন। নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই তাঁর অনেক বিরোধী রয়েছেন। ডেমোক্রেটিক দলের দীর্ঘদিনের নেতৃত্বও ওকাসিওর বিরুদ্ধে। এই সমীকরণকেই কাজে লাগাতে চাইছেন বদরুননাহার খান।

নানা বিভাজনের পথ পাড়ি দিয়ে নির্বাচন পর্যন্ত কী হয়, সেদিকে দৃষ্টি সবার। বদরুননাহার খান প্রার্থিতা ঘোষণার পরপরই মার্কিন সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছেন। ডেমোক্রেটিক দলের অতি উদারনৈতিক ওকাসিওকে চ্যালেঞ্জ করায় রক্ষণশীল পত্রিকায় সংবাদমাধ্যম যেমন তাঁর প্রতি আগ্রহী হয়েছে, তেমনি উদার পত্রিকাগুলোয় তাঁকে নিয়ে সংবাদ পরিবেশন করছে।