গুচ্ছ কবিতা

একদিন চড়ুইভাতি
খাপছাড়া রোদ ঠোঁটে ঝিমোচ্ছে
ছিন্নভিন্ন মেঘে সয়লাব বেখেয়ালি আকাশ
আর সরস পাতারা আড়াল করে
আলোর পালক
ঘাসফড়িং আঁকে ঘাসের শরীরে দিনের নকশা
পাখিদের কলতানে জেগে ওঠে নতুন দিন
ঘড়িবাঁধা মানুষেরা পিলপিল চলে আসে
গাছের কাছে
ছায়ার ছোঁয়ায়
ঘাসের কোঁচড়ে
বড় বড় মানুষগুলো কত সাবলীল শিশু
ছোটাছুটি
লুটোপুটি
অপরিমেয় উল্লাস
নেচে গেয়ে মাটিতে ঘাসে গড়াগড়ি করে
জমাট দুঃখ উগরে স্বস্তি কুড়িয়ে নিয়ে তারা
অনিচ্ছায় বৃক্ষছায়াঘাস ফেলে ঘরে ফেরে
খাপছাড়া দিনটা সুড়সুড় করে ঢুকে পড়ে
মনোটোনাস ঘড়ির টিকটিক সেই পেন্ডুলামে
বৃত্তের খোলসে
চৌকোনা কুটিরে
চিরকালীন গুহায়
রমণ আর বৃত্ত ভ্রমণের চিরায়ত সংগীতময়তায়
অনুরাগের হিরণ্ময় উচ্ছ্বাসে ভাসা প্রেমময়তা
মানুষগুলো দূরনিয়ন্ত্রিত দিগন্তহীন শুদ্ধ ভাসমান
হাওয়ায় হাওয়ায় সন্তরণে আকুল আত্মমগ্ন
খাপছাড়া মন ও মননে পেরোয় বরাদ্দ ভ্রমণ সময়।