চিটাগাং অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠনের ঘোষণা

সাধারণ সভায় বক্তব্য রাখছেন চিটাগাং অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড প্রধান মোহাম্মদ হানিফ।
সাধারণ সভায় বক্তব্য রাখছেন চিটাগাং অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড প্রধান মোহাম্মদ হানিফ।

দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি আবদুল হাই। গত ২৭ অক্টোবর রাতে সংগঠনের সাধারণ সভায় তিনি এ ঘোষণা দেন।

ব্রুকলিনের কেনসিংটনে ৫৪৫ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাধারণ সভায় আবদুল হাই বলেন, নির্বাচন কমিশনার হিসেবে সাধারণ সদস্যদের মধ্য থেকে যে ১৬ জনের নাম প্রস্তাব করা হয়েছে, নির্বাচন কমিশন গঠনে তাঁরা অগ্রাধিকার পাবেন।

সভায় বক্তারা নিজেদের মধ্যে বিভেদ কমানোর ওপরও জোর দেন।

উল্লেখ্য, সংগঠনের কর্তৃত্ব নিয়ে বিরোধ পুরোনো হলেও ২০১৭ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনের পর পরিস্থিতি আরও বাজে আকার ধারণ করে। সে সময় সংগঠনের কার্যালয় পাল্টাপাল্টি দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় আবদুল হাই-মোহাম্মদ সেলিম পরিষদ। এর ছয় মাস পর আবার এই দুজনের মধ্যেও বিরোধ দেখা দেয়। একসময় সেলিমের নেতৃত্বে ২১ জনের কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য পদত্যাগ করেন। এতে সাংগঠনিক কাজ স্থবির হয়ে পড়ে। সংগঠনের নিয়মানুযায়ী, চলতি বছরের এপ্রিলে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি নির্বাচনে কোনো উদ্যোগ এত দিন ছিল না।