রাজুব ভৌমিকের লেখা হার্ভার্ডের পাঠ্যপুস্তকে

রাজুব ভৌমিক
রাজুব ভৌমিক

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একটি স্নাতকোত্তর পাঠ্যপুস্তকে সাংবাদিক রাজুব ভৌমিকের লেখা প্রকাশ হয়েছে। বইটির নাম ‘জার্নালিস্ট অব টুডে: প্রোফাইলস ইন প্যাশান অ্যান্ড ডাইভার্সিটি’। বইটি সম্পাদনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাংবাদিক জুন ক্যারোলাইন আর্লিক। বইটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে নিয়মিত পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হবে। সংবাদপত্রের ফিচার এবং প্রোফাইল নিয়ে লেখা বইটি ‘নিউজ রাইটিং এবং প্রোসেমিনার ইন জার্নালিজম স্টাডিজ’ মাস্টার্স কোর্সে এখন থেকে ব্যবহৃত হবে।

বইটির সম্পাদক অধ্যাপক জুন ক্যারোলাইন আর্লিক বলেন, ‘বইটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কিছু মেধাবী শিক্ষার্থীর লেখা। হার্ভার্ডের সাংবাদিক বিভাগের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এ বই থেকে ভবিষ্যৎ শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে।’

লেখক রাজুব ভৌমিক বইটি সম্পর্কে জানান, ‘প্রজেক্টটি নিয়ে আমরা বহুদিন নিরলসভাবে কাজ করেছি। আশা করি বইটি হার্ভার্ডের সাংবাদিকতা বিভাগের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনেক উপকারে আসবে।’

প্রথম আলো উত্তর আমেরিকাতে রাজুব ভৌমিকের সাংবাদিকতা জীবনের যাত্রা শুরু। এ সম্পর্কে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী বলেন, ‘রাজুবের সাফল্যে আমরা গর্বিত। রাজুবের ভবিষ্যতের উদ্যোগগুলোর জন্য আগাম শুভেচ্ছা।’

রাজুব ভৌমিকের জন্ম নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনদ্দি গ্রামে। ওটারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়। বসুরহাটে সরকারি মুজিব কলেজে তিনি উচ্চ মাধ্যমিক শেষ করেন। পাঁচ বছর ধরে জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন এবং হসটস কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তিনি মনস্তাত্ত্বিক বিভাগে অধ্যাপনা করছেন।

সাত বছর ধরে পেশায় একজন পুলিশ কর্মকর্তা হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) কাউন্টার টেরোরিজমে কর্মরত আছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২০। সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তাঁর প্রকাশিত ৩টি বই পাঠ্যপুস্তক হিসেবে নিয়মিত পড়ানো হয়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রকাশিত বইটি আমাজনে পাওয়া যাবে। দাম ১৬ ডলার।