হাওয়াইয়ে গুলিতে নিহত ২

মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। ছবি: এএফপি
মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

এএফপির খবরে প্রাথমিক তথ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হওয়ার কথা বলা হয়েছিল।

মার্কিন ঘাঁটির একজন মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনী গোলাগুলির বিষয়টি জানায়। ঘাঁটিটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রিয়ার অ্যাডমিরাল রবার্ট চ্যাডউইক বলেন, তিনজনের গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে দুজন মারা গেছেন। স্থানীয় হাসপাতালে একজনের অবস্থা স্থিতিশীল।

চ্যাডউইক বলেন, সন্দেহভাজন বন্দুকধারী ইউএসএস কলাম্বিয়ার একজন নাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি নিজের মাথায় গুলি করেন।

প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি একটি কম্পিউটারে কাজ করছিলেন। তখন গুলির শব্দ শুনতে পান এবং জানালা খুলে দেখতে পান তিনজন আহত হয়ে মাটিতে পড়ে আছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনা সম্পর্কে জানেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।