খালেদা জিয়ার মুক্তির দাবি

সদস্য সংগ্রহ কর্মসূচি ও কর্মী সভায় বিএনপি নিউজার্সি স্টেট কমিটির নেতা–কর্মীরা
সদস্য সংগ্রহ কর্মসূচি ও কর্মী সভায় বিএনপি নিউজার্সি স্টেট কমিটির নেতা–কর্মীরা

বিএনপি নিউজার্সি স্টেট কমিটির সদস্য সংগ্রহ কর্মসূচি শেষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন নেতা-কর্মীরা। ৮ ডিসেম্বর প্যাটারসনের নিউজার্সি হেল্প সেন্টারে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলাউর খন্দকার।
সভায় বিজয়ের মাসে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন—বিএনপির উপদেষ্টা সদস্য মাস্টার ছমির উদ্দিন, কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক আলাউদ্দিন, বিএনপির নেতা সৈয়দ খালিদ আলী, জাকিরুল হিমেল, বশির আহমদ, তাজুল ইসলাম, আবদুল করিম, জাহাঙ্গীর আলম, জয়নুল হক, কুতুব উদ্দিন, আমিনুল ইসলাম, জাভেদ আহমদ, মোহাম্মদ সাপ্পু, মুমিত হাসান, জুবের আহমদ, মো. খলিল, করিম আহমদ, বুরহান মিয়া, ফরিদ আহমদ, আবদুল মুহিত, আবদুল শিপার, আবদুন নুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার প্রতিহিংসার কারাগারে অন্যায়ভাবে তাঁকে আটক রেখেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। গণতন্ত্র আজ নির্বাসিত। পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, দেশে চলছে লুটের রাজত্ব। আসুন এই বিজয়ের মাসে আমরা শপথ করি, মুক্তিযুদ্ধে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল, একই ভাবে স্বাধীনতা-সার্বভৌমত্ব আমরা যেকোনো মূল্যে রক্ষা করব এবং খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনব। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারেরও জোর দাবি জানান।
সভায় বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করে সবার অংশগ্রহণের আহ্বান জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—১৫ ডিসেম্বর বেলা তিনটায় প্যাটারসন সিটি হলে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ, সন্ধ্যা ছয়টায় বিএনপির আয়োজনে নিউজার্সি হেল্প সেন্টারে আলোচনা সভা, ১৬ই ডিসেম্বর দুপুর ১২টায় প্যাটারসন সিটি হলের সামনে জাতীয় পতাকা উত্তোলন।