মিশিগানে কনস্যুলেট অফিস স্থাপনের দাবি ব্যারিস্টার সুমনের

মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

আমেরিকার মিশিগানে বাংলাদেশ কনস্যুলেট স্থাপনের দাবি জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

গত সপ্তাহে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হককে নিয়ে সভা করেছে হবিগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন অব মিশিগান ও মিশিগান মহানগর আওয়ামী লীগসহ স্থানীয় কমিউনিটির নানা সংগঠন। এই সভায় তিনি মিশিগানে বাংলাদেশ কনস্যুলেট অফিস স্থাপনের জন্য জোর দাবি জানান।
সভায় সৈয়দ সায়েদুল হক বলেন, নিউইয়র্কের পরই আমেরিকার মিশিগানে বাংলাদেশিদের অবস্থান থাকলেও নানা কারণে তাঁরা বঞ্চিত হচ্ছেন। আমেরিকার এক প্রান্তিক নগরীতে বিপুলসংখ্যক বাংলাদেশি অবস্থান করছেন। রাজ্যের হ্যামট্রামিক ও ডেট্রয়েট নগরীতে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিরা দাপটের সঙ্গে এগিয়ে আছেন। অথচ বাংলাদেশের কনস্যুলেট সেবা তাঁদের জন্য সহজ নয়। ওয়াশিংটন ডিসি বা নিউইয়র্কে তাঁদের যাতায়াত করতে হয় বাংলাদেশের কনস্যুলেট সেবা নেওয়ার জন্য।

ছোট ছোট সংগঠন থেকে বের হয়ে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সৈয়দ সায়েদুল হক বলেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও, সবাই এক সঙ্গে সমঝোতার মধ্যে কাজ করলে মিশিগানের বাংলাদেশি কমিউনিটি আরও শক্তিশালী হবে।