বন্ধ হচ্ছে অনেকগুলো মেসিস স্টোর

মেসি স্টোর
মেসি স্টোর

আমেরিকার বহুল পরিচিত স্টোর ‘মেসি’-এর কয়েক ডজন স্টোর বন্ধ হয়ে যাচ্ছে। এরই মধ্যে কিছু স্টোর বন্ধ হয়েছে। এ বছরই আরও বেশ কয়েকটি স্টোর বন্ধ হবে।

চলতি মাসেই কয়েকটি মেসি স্টোর বন্ধ হবে বলে জানা গেছে। এরই মধ্যে শুরু হয়েছে এসব স্টোরের ক্লিয়ারেন্স সেল। আগামী আট থেকে বারো সপ্তাহ এই সেল চলবে বলে নিশ্চিত করেছেন মেসির কর্মকর্তারা।

মেসির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব স্টোর ছেড়ে দেওয়া হচ্ছে, সেগুলোর কর্মীদের চাকরির কোনো নিশ্চয়তা তারা দিতে পারছে না।

এ বছর যেসব স্টোর বন্ধ হচ্ছে সেগুলো হচ্ছে কানেকটিকাটের ওয়েস্টফিল্ড মেরিডিয়ান মল, ফ্লোরিডার পম্পনো সিটি সেন্টার, স্ট্যানফোর্ডের সিমেলোনি টাউন সেন্টার, ভেরো বিচের ইন্ডিয়ান রিভার মল, মায়ামি ব্লোমিংডোলেসের দ্য ফলস, জর্জিয়ার দ্য গ্যারালি অ্যাট সাউথ ডিকাব, ম্যাকন মল, ইলিনয়ের ইউনিভার্সিটি মল, স্প্রিং হিল মল, ইন্ডিয়ানা মানচি মল, কানসাসের প্রেরিয়ারি ভিলেজ শপিং সেন্টার, কেনটাকিতে টাউন স্কয়ার মল, মেরিল্যান্ডে দ্য সেন্টার অ্যাট স্যালিসবারি, ম্যাসাচুসেটসে দ্য মল অ্যাট হুইটনি ফিল্ড, মনটানার নর্থসাইড সেন্টার, নর্থ ক্যারোলাইনার হেনিস মল, ওহাইওর নর্থগেট মল, ওহাইও ভ্যালি মল, স্টোকেন্ট প্লাজা, নিটানি মল, টেনিসির রিভারগেট মল, ওয়াশিংটনের ক্যাসকেড মল, ডাউনটাউন সিয়াটল, নিউইয়র্কের চমক শপিং সেন্টার ও ব্রডওয়ে মল। মূলত বিক্রি কমে যাওয়ার কারণেই স্টোরগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।