সেরা নারী উদ্যোক্তা শায়লা আজিম

সেরা নারী উদ্যোক্তার সম্মাননা হাতে শায়লা আজিম
সেরা নারী উদ্যোক্তার সম্মাননা হাতে শায়লা আজিম

রিয়েল এস্টেট ব্যবসা ও সমাজকর্মে অবদানের জন্য বছরের সেরা নারী উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন শায়লা আজিম।

১১ জানুয়ারি জ্যামাইকায় নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ও নিউ আমেরিকান উইমেন্স ফোরামের নবম বার্ষিক ডিনার এবং নিউ ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠানে শায়লা আজিমকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিনেটর চাক শুমারসহ দুজন ইউএস কংগ্রেসওমেন, কয়েকজন নিউইয়র্ক স্টেট সিনেটর, স্টেট অ্যাসেম্বলিম্যানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নারী উদ্যোক্তা হিসেবে শায়লা আজিম ছাড়াও অনুষ্ঠানে বছরের সেরা বিজ্ঞানী হিসেবে জিনাত নবী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অপরিসীম অবদানের জন্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বছরের সেরা বাংলাদেশি-আমেরিকান রাজনীতিক হিসেবে হেলালুল করিম, নিউ আমেরিকান লিডার হিসেবে শাহ নেওয়াজকে সম্মাননা প্রদান করা হয়।