সিলেটে খান শওকতের নাটক মঞ্চস্থ

সিলেট খান শওকতের রচনায় মঞ্চস্থ একটি নাটকের দৃশ্য
সিলেট খান শওকতের রচনায় মঞ্চস্থ একটি নাটকের দৃশ্য

সিলেটের কানাইঘাটে গাছবাড়ির মডার্ন একাডেমিতে ২ জানুয়ারি মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘স্বাধীনতার ঘোষক”। দেশ থিয়েটার সিলেটের ব্যানারে মুজিব বর্ষ উপলক্ষে আবদুল অদুদ চৌধুরীর ‘কাজল বরণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে এ নাটকটি মঞ্চস্থ হয়।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘স্বাধীনতার ঘোষক’ নাটকটি রচনা করেছেন নিউইয়র্কপ্রবাসী নাট্যকার খান শওকত। নির্দেশনা দিয়েছেন কামাল আহমেদ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—কবি নজরুল ইসলাম, রবিন রানা, কামাল আহমেদ, ফারিয়া আক্তার, আজমল শাহ ও ফাতেমা আক্তার।

খান শওকত রচিত ‘আমার নাম শেখ মুজিব’ নামের আরেকটি পশ্চিমবঙ্গে মঞ্চায়নের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দেশ থিয়েটারের শিল্পীরা কলকাতায় যাচ্ছেন।

কামাল আহমেদ বলেন, মুজিব বর্ষে আপনাদের এলাকায় বঙ্গবন্ধু নাট্য উৎসবের আয়োজন করুন। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নিউইয়র্কপ্রবাসী নাট্যকার খান শওকতের নাটক নিয়ে বেশ কয়েকটি গ্রুপ প্রস্তুত আছে।

৯ ফেব্রুয়ারি ভারতের ২৪ পরগনার টাকি শিল্পকলায় প্রদর্শনীর পর, বাংলাদেশে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ২৩ মার্চ ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে কলকাতার ২০ জন শিল্পীর অভিনয়ে মঞ্চস্থ হবে খান শওকত রচিত নাটক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’।