ইউটাহতে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

গ্র্যান্টসভিলে গুলির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
গ্র্যান্টসভিলে গুলির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে এক কিশোর বন্দুকধারীর গুলিতে তিনশিশুসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার গ্র্যান্টসভিলে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রান্টসভিল পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খবর সিএনএনের।

গ্রান্টসভিলের মেয়র ব্রেন্ট মার্শাল বলেছেন, নিহতদের সঙ্গে বন্দুকধারীর সম্পর্ক রয়েছে। তবে শুক্রবার রাতে ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। বন্দুকধারী কিশোর এ তথ্য ছাড়া আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গ্র্যান্টসভিল পুলিশ করপোরাল রন্ডা ফিল্ডস বলেছেন, এখনো ঘটনার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। নিহতদের সঙ্গে বন্দুকধারীর সম্পর্ক বের করার চেষ্টা চালানো হচ্ছে।

২০০৭ সালের পর ইউটাহতে এটাই বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার সবচেয়ে বড় ঘটনা। ওই সময় সল্ট লেক সিটিতে এক ব্যক্তি পাঁচজনকে গুলি করার পর আত্মহত্যা করেন।

পুলিশ বলছে, বন্দুকধারী কিশোরের বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছে। অবশ্য এখন পর্যন্ত তাকে সন্দেহভাজন হিসেবে রাখা হয়েছে বলে পরিচয় প্রকাশ করা হয়নি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুলির খবর শুনে পুলিশ ওই বাড়িতে যায়। সেখান থেকে দুই শিশু, এক কিশোর ও এক নারীর লাশ উদ্ধার করা হয়।