মিশিগানে মকর সংক্রান্তি ও পিঠা উৎসব

উৎসবে রকমারি পিঠা নিয়ে অংশ নেন নারীরা
উৎসবে রকমারি পিঠা নিয়ে অংশ নেন নারীরা

মিশিগানের ডেট্রয়েট দুর্গা মন্দিরে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হলো মকর সংক্রান্তি ও পিঠা উৎসব। ১৯ জানুয়ারি এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবের দিন নারীরা বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের পিঠা নিয়ে পিঠা প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম হন বৈশালী দেব। দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে কল্পনা কুণ্ড, চম্পা পুরকায়স্থ, সাথি সূত্রধর ও শিপ্রা চৌধুরী। প্রতিযোগিতায় সব অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। পিঠা প্রতিযোগিতার আগে গ্রাম বাংলার চিরাচরিত প্রথায় নগর কীর্তন করা হয়। মন্দিরের কর্মকর্তারা প্রবাসে মকর সংক্রান্তি উদ্‌যাপন ও পিঠা উৎসবের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।