অ্যালাবামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮

স্কটসবরোর জ্যাকসন কাউন্টি পার্কে নৌকায় আগুন লাগে। ছবি: রয়টার্স
স্কটসবরোর জ্যাকসন কাউন্টি পার্কে নৌকায় আগুন লাগে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের ম্যারিনায় বেশ কয়েকটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

স্কটসবরোর জ্যাকসন কাউন্টি পার্কে মানুষ যখন ঘুমিয়ে ছিলেন, তখন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খেয়াঘাটের কাঠের পাটাতনের ওপর বসানো অ্যালুমিনিয়ামের ছাদ ধসে পড়ে। এতে কয়েকটি নৌকা ডুবে যায়। এ সময় নদীতে ঝাঁপিয়ে পড়া ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগুন লাগার কারণ জানা যায়নি। কেউ আহত আছেন কি না, উদ্ধারকারীরা খুঁজে দেখছেন। হতাহত লোকজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। টেনেসি নদীর ৩৫টি নৌযানের পাশাপাশি পন্টুন ডকেও আগুন ছড়িয়ে যায়।

স্কটসবরোর দমকল বিভাগের প্রধান জেন নেকলাস বলেন, ‘একেবারেই ধ্বংসাত্মক পরিস্থিতি ছিল। আমার জীবনে দেখা একটি ধ্বংসাত্মক ঘটনা।’
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আগুনের শিখা নৌকার সারি ঘিরে ফেলেছে।