মায়ের পছন্দ কক্সবাজার মেয়ের পছন্দ মায়ের সঙ্গ

মা কুমকুম হাসানের সঙ্গে মেয়ে কানিতা হাসান
মা কুমকুম হাসানের সঙ্গে মেয়ে কানিতা হাসান
অভিনয়, উপস্থাপনা ও বিজ্ঞাপন—এই তিন ক্ষেত্রে দীর্ঘদিন ছিলেন টিভি পর্দার প্রিয় মুখ। নাম তাঁর কুমকুম হাসান। শুরু হয় উপস্থাপনা দিয়ে। আশির দশকের গোড়ার দিকের কথা। আনিসুল হকের উপস্থাপনায় ‘অন্তরাল’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হতো। সেখানে ‘জিজ্ঞাসা’ নামে একটি পর্বে বিভিন্ন বিষয়ে টিপস দিতেন কুমকুম হাসান। এভাবে শুরু। ১৯৮১ সালে বিটিভি কর্তৃপক্ষ পরিকল্পনা নেয়, ছায়াছবির গান নিয়ে ছায়াছন্দ অনুষ্ঠান শুরু করবে। সেখানে উপস্থাপিকা হিসেবে প্রস্তাব দেওয়া হয় কুমকুম হাসানকে। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে একজন বিশেষ ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হবে। সেই মানুষটি চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, সুরকার, গীতিকার হতে পারেন। ছায়াছন্দ অনুষ্ঠান বিপুল জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থাপিকা হিসেবে খ্যাতি পেয়ে যান কুমকুম হাসান। এরপর বিশেষ দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা করতে থাকেন। কুমকুম হাসানের অভিনয় ক্যারিয়ারের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালের দিকে ঢাকা থিয়েটারের মধ্য দিয়ে। এরপর টিভি অভিনয়ের সঙ্গে যুক্ত হন। অসংখ্য জনপ্রিয় সিরিয়াল, এক পর্বের নাটক, টেলিফিল্মে অভিনয় করেছেন। তবে সবকিছুর যতি টেনে সম্প্রতি পাড়ি জমিয়েছেন আমেরিকায়। এখন পারিবারের সঙ্গে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করছেন। একমাত্র মেয়ে কানিতা হাসান শিতুল। পেশায় আর্কিটেক্ট। যুক্তরাজ্যের এক অনলাইন ইউনিভার্সিটিতে কর্মরত। আজ আমরা দুই প্রজন্ম বিভাগে শুনব মা কুমকুম হাসান ও মেয়ে কানিতা হাসানের পছন্দ-অপছন্দের কথা। কথা বলে লিখেছেন মনিজা রহমান