তোমরা নরকে নিক্ষিপ্ত হও!

কোনো ধর্ম যদি মানুষকে শ্রেণিবদ্ধ করে

কোনো ধর্ম যদি মানুষের সামনে দেয়াল তৈরি করে
তা হলে তা কোনো ধর্মই নয়।

মানুষের আচরিত ধর্ম মানুষকে উদার হতে শেখায়
ধর্ম মানুষকে মানবিক হতে বলে
নিজ নিজ ধর্ম চর্চার মাধ্যমে

মানুষ যেন অন্য মানুষকে আরও কাছে টেনে নেয়
পরস্পর পরস্পরের স্বজন, প্রতিবেশী হয়ে ওঠে তাই শেখায়।

মানুষ স্রষ্টাকে জানতে, তাঁর নৈকট্য লাভে নিজেকে পরিশীলিত করে।
আর এই ধর্মকে যারা হিংসা, হানাহানি, যুদ্ধ
উসকে দিতে ব্যবহার করে, তারা মানুষ হিসেবে
নিজেদের দাবি করতে পারে না।

এই সমস্ত তথাকথিত ধর্মবাদীরা এই পৃথিবীকে
অশান্তির অন্ধকারে ঢেকে দিতে চায়।
তারা তাদের ধর্মীয় উন্মত্ততার আর পাশবিকতার নিচে
অসাম্প্রদায়িক মহান মানবতাকে রক্তাক্ত করে।
তারা মানুষরূপী ইতর। মানুষরূপী হায়েনা।
তাদের জন্য আজ আমার যত ঘৃণা!

ধিক! ধিক তোমাদের!
তোমাদের ধ্বংস অনিবার্য!
এ মানববিশ্ব তোমাদের জন্য নয়!
তোমরা নরকে নিক্ষিপ্ত হও!