এশীয়দের ওপর বিদ্বেষজনিত হামলা থামছে না

পুরো আমেরিকায় এশীয়দের ওপর বিদ্বেষমূলক হামলা বাড়ছে। সম্প্রতি এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এবার ১৯ মার্চ বেলা ১১টায় ব্রুকলিনের ফোর্ট হ্যামিল্টন পার্কওয়ে সাবওয়ে স্টেশনে এমনই এক হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
চেলসি এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সী ওসওয়াল্ড জোনস ২৬ বছরের এক এশীয়কে, ‘চীনে ফিরে যাও’, ‘তুমি অপরিষ্কার’, ‘তাপমাত্রা মেপে এসো’—এসব বলতে বলতে হামলা করে। একপর্যায়ে ভিকটিমের সেলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত নিউইয়র্কে হওয়া এ হামলার খবর ২২ মার্চ সংবাদমাধ্যমে আসে।
অভিযুক্ত জোনসকে স্থানীয় পুলিশ বিদ্বেষজনিত হামলার জন্য গ্রেপ্তার করেছে। ২১ মার্চ ব্রুকলিন ফেডারেল কোর্ট তাঁকে জোনস জামিনে মুক্তি দেয়। পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তির কাছে কোনো অস্ত্র ছিল না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ করোনাভাইরাসে আক্রান্ত নগরীতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে অতিরিক্ত নজরদারি করছে।