আটলান্টিক সিটির ক্যাসিনোগুলোর খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে সব যখন স্থবির, তখন মানবতার কল্যাণে এগিয়ে এসেছে আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো। ভাইরাসের বিস্তার রোধে আটলান্টিক সিটির নয়টি ক্যাসিনোই এখন বন্ধ। কিন্তু থেমে নেই ক্যাসিনোগুলোর মানবিক কার্যক্রম। খাদ্যসামগ্রী নিয়ে হাজির আটলান্টিক সিটির বাসিন্দাদের দোরগোড়ায়।
আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো ফুড ব্যাংক অব নিউজার্সির সাউথ জার্সি শাখা, স্যালভেশন আর্মি, বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব, আটলান্টিক সিটি রেসকিউ মিশনের মতো সামাজিক সেবাদাতা প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। অভাবী লোকজন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে এসব খাদ্যসামগ্রী সংগ্রহ করেছেন। এই দুর্যোগময় মুহূর্তে ক্যাসিনোগুলোর বদান্যতায় তারা যারপরনাই খুশি।
আটলান্টিক সিটির মেয়র মার্টি এসমল ক্যাসিনোগুলোর মানবিক এই কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ক্যাসিনোগুলোর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। কমিউনিটির লোকজনও ক্যাসিনোগুলোর মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।