সেন্ট জর্জ ল্যান্ড্রোমার্টে অগ্নিকাণ্ড

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে স্টাইভসেন্ট প্লেসের বাসিন্দারা ভয় পেয়েছিল আগুন দেখে। সেন্ট জর্জ ল্যান্ড্রোমার্টে ২১ মার্চ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউইয়র্ক দমকল বাহিনী (এফডিএনওয়াই) ভালো সাড়া দেওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে এতে একজন দমকলকর্মী আহত হন।
দমকল বাহিনীর ২৫টি ইউনিটের শতাধিক দমকলকর্মী ওই দিন বেলা ৩টার দিকে অগ্নিনির্বাপণ কাজ শুরু করেন। আগুন নেভাতে দমকল বাহিনীর কিছু সদস্য ছাদ ভেঙে পানি দেওয়ার চেষ্টা করে। দমকল বাহিনীর গাড়িগুলো ৯৩ স্টাইভসেন্ট প্লেসের এল ব্লকের একতলা বাণিজ্যিক ভবন থেকে বরো হল, রিচমন্ড কাউন্টি কোর্টহাউস ও ১২০তম স্টেশন হাউসের সংরক্ষিত এলাকা পর্যন্ত ছড়িয়ে ছিল। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এফডিএনওয়াইয়ের মুখপাত্রের মতে, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকলকর্মী গুরুতর আহত হন। তাঁকে পশ্চিম ব্রাইটনের রিচমন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
দু বছর আগে সেন্ট জর্জের একই বাণিজ্যিক ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ২০১৮ সালে এক গৃহহীন ব্যক্তি ৯৯ স্টাইভসেন্টের কাছে বড় করে আগুন জ্বালালে তা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এতে সংশ্লিষ্ট ডানকিন ডোনাটস ও একটি সেন্ট জর্জ ফার্মেসির বেশ ক্ষতি হয়।