হ্যারি-মেগানই নিরাপত্তার খরচ বহন করবেন: ট্রাম্প

প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। ছবি: রয়টার্স
প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের নিরাপত্তা খরচ দেবে না যুক্তরাষ্ট্র। এই খরচ তাঁদেরই দিতে হবে।

গতকাল রোববার ট্রাম্প এই মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে হ্যারি ও মেগান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে গেছেন।

দুই দেশের মধ্যকার সীমান্ত বন্ধ হওয়ার আগেই এই দম্পতি প্রাইভেট জেটে করে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যান বলে জানা যায়।

চলতি বছরের শুরুর দিকে হ্যারি ও মেগান ঘোষণা দেন, তাঁরা আর ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। রাজপরিবার থেকে বেরিয়ে তাঁরা স্বাধীন জীবন যাপন করবেন। ওই ঘোষণার পর কয়েক মাস ধরে এই দম্পতি কানাডায় বসবাস করছিলেন। বিশেষ পরিস্থিতিতে তাঁরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

ট্রাম্প টুইট করেন, তিনি ব্রিটিশ রানি ও যুক্তরাজ্যের চমৎকার বন্ধু, প্রশংসাকারী। হ্যারি ও মেগান কানাডায় স্থায়ীভাবে বসবাস করবেন বলে শুনেছেন তিনি। কিন্তু তাঁরা এখন কানাডা থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন। যুক্তরাষ্ট্র তাঁদের নিরাপত্তার ব্যয় বহন করবে না। এই খরচ তাঁদেরই গুনতে হবে।

মেগান লস অ্যাঞ্জেলেসে বেড়ে উঠেছেন। তাঁর মা এখনো এই শহরে থাকেন।

রাজপরিবার থেকে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ার পর মেগান আবার তাঁর অভিনয় পেশায় ফিরতে আগ্রহী।