নিউইয়র্কে জাহাজ দেখতে এত ভিড়

এক হাজার রোগীর শয্যা নিয়ে নিউইয়র্কে আসা আমেরিকার নেভির জাহাজ দেখতে হাজারো মানুষের ভিড়। ছবি: প্রথম আলো
এক হাজার রোগীর শয্যা নিয়ে নিউইয়র্কে আসা আমেরিকার নেভির জাহাজ দেখতে হাজারো মানুষের ভিড়। ছবি: প্রথম আলো

নিউইয়র্কে ম্যানহাটনের পিয়ার-৯০–তে আমেরিকান নেভির জাহাজ ইউএসএনএস-কমফোর্ট এক হাজার রোগীর শয্যা নিয়ে নিউইয়র্কে এসেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে ৩০ মার্চ দুপুরে সেই জাহাজ দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করেছিল।

ওই এলাকার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা রাজুব ভৌমিক বলেন, এটা আসলে মানুষের স্বভাব। মানুষ জন্মগতভাবেই কৌতূহলপ্রিয়। কিন্তু এই কৌতূহল যেন কারও মৃত্যুর কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে ৩০ মার্চ জাহাজ দেখতে আসেন নিউইয়র্কবাসী। ছবি: প্রথম আলো
সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে ৩০ মার্চ জাহাজ দেখতে আসেন নিউইয়র্কবাসী। ছবি: প্রথম আলো

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৭ হাজার ৩২৫। এতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪২ জনের।