নিউইয়র্কে করোনায় এক ভাইয়ের মৃত্যু, আরেক ভাই হাসপাতালে

সাইফুর হায়দার খান আজাদ
সাইফুর হায়দার খান আজাদ

আমেরিকা প্রবাসী টাঙ্গাইলবাসীর সামাজিক সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএর সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ খান রাজেসের বড় ভাই সাইফুর হায়দার খান আজাদ (৪৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁদের আরেক এক ভাই সফি হায়দার খান (৫৩) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

রাজেস বলেন, অসুস্থ হয়ে তাঁর ভাই সাইফুর হায়দার গত ২৯ মার্চ জ্যামাইকা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। তাঁর চিকিৎসা চললেও শেষ পর্যন্ত করোনায় ৪ এপ্রিল দিবাগত রাত ১টা ৩০ মিনিটে হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘ ৫ বছর ধরে নিউইয়র্কের রিচমন্ড হিলে সপরিবারে বসবাস করছিলেন। তাঁর মরদেহ নিউজার্সির কবর স্থানে দাফন করা হবে।

রাজেস আরও বলেন, তারা ৫ ভাই ও এক বোন নিউইয়র্কে বসবাস করেন। তাদের আরেক এক ভাই সফি হায়দার খান (৫৩) গত ৩০ মার্চ থেকে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের আইসিইউতে আছেন। তিনি রিচমন্ডহিলে বসবাস করেন এবং ১০ বছর ধরে এ দেশে বসবাস করছেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাজেস তাঁর অসুস্থ ভাইয়ের আশু সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।