ট্রাম্পের নতুন বলির পাঁঠা ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রে এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর হার বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। করোনার মুখে দেশটির অবস্থা হযবরল।

এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ট্রাম্পকে নিয়ে যাঁরা সংশয়ে আছেন, তাঁরা বলছেন, করোনা মোকাবিলায় ট্রাম্প নিজের ব্যর্থতা ঢাকতে এখন ডব্লিউএইচওকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছেন। অবশ্য জাতিসংঘের এই সংস্থাটির কিছু মার্কিন সমর্থক মনে করেন, ডব্লিউএইচও কিছু ভুল করেছে।

ট্রাম্প তাঁর টুইটারে ডব্লিউএইচওকে হুমকি দেন। ডব্লিউএইচওকে অর্থ দেওয়া বন্ধ করে দেবেন বলে শাসান তিনি। ডব্লিউএইচওকে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প তাঁর টুইটে সে কথা তুলে খোঁটা দেন।

ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র সবেচেয়ে বেশ অর্থ দেয় ডব্লিউএইচওকে। কিন্তু কোন কারণে এই সংস্থাটি (ডব্লিউএইচও) এখনো খুব চীনকেন্দ্রিক।

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ সমালোচনার লক্ষ্যবস্তুতে আছেন ডব্লিউওইচও প্রধান তেদরোস আধানোম গেব্রোয়াসুস। তাঁকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ছেন ডব্লিউওইচও প্রধান।

করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লাখ। এর মধ্যে ৪ লাখ ৩২ হাজার আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১৪ হাজার ৬০০ মানুষ।