মিশিগানে 'স্টে হোম' আদেশের মেয়াদ বাড়তে পারে

মিশিগানের ল্যান্সিংয়ে করোনাভাইরাস প্রতিরোধে দেওয়া স্টে হোম আদেশের বিরুদ্ধে ১৫ এপ্রিল বিক্ষোভ করে রাজ্যের নাগরিকেরা। ছবি: রয়টার্স
মিশিগানের ল্যান্সিংয়ে করোনাভাইরাস প্রতিরোধে দেওয়া স্টে হোম আদেশের বিরুদ্ধে ১৫ এপ্রিল বিক্ষোভ করে রাজ্যের নাগরিকেরা। ছবি: রয়টার্স

আমেরিকার মিশিগানে 'স্টে হোম' আদেশের মেয়াদ কিছুদিনের জন্য বাড়তে পারে বলে জানিয়েছেন গভর্নর গ্রিচেন হুইটমার। ২২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, 'স্টে হোম' আদেশটি স্বল্প সময়ের জন্য বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। তবে কত দিন বৃদ্ধি করা হবে এ ব্যাপারে বিস্তারিত কিছু তিনি বলেননি।

গভর্নর গ্রিচেন হুইটমার বলেন, মিশিগানের 'স্টে হোম' আদেশ আগামী ১ মে শেষ হচ্ছে। পর্যায়ক্রমে কিছু ক্ষেত্র খোলার বিষয় নিয়ে তিনি পরিকল্পনা করছেন। এ ব্যাপারে ২৪ এপ্রিল বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করার ব্যাপারে করোনা সংক্রান্ত ডেটা ও তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। গত সপ্তাহে যে তথ্য ও উপাত্ত দেখা গেছে তাতে মনে হচ্ছে, 'স্টে হোম' আদেশ পুনরায় মূল্যায়ন করার সময় এসেছে।
মিশিগানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮১৩ জনের এবং আক্রান্ত ৩৩ হাজার ৯৬৬ জন।