আমেরিকায় কাল শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান

পবিত্র মাহে রমজান
পবিত্র মাহে রমজান

আমেরিকায় পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে কাল ২৪ এপ্রিল থেকে। এ উপলক্ষে ২৩ এপ্রিল রাতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। তবে আমেরিকার বিভিন্ন মসজিদে ২৩ এপ্রিল তারাবি নামাজ শুরু হবে বলে ঘোষণা দেওয়া হলেও কাউকে মসজিদে আমন্ত্রণ জানানো হয়নি। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনাভাইরাস সংক্রমণ রোধে এই নির্দেশ মানা হচ্ছে।

করোনা পরিস্থিতির কারণে নিউইয়র্কের মসজিদগুলো এখন বন্ধ। এ কারণে মুসল্লিদের কথা বিবেচনা করে ফেসবুক লাইভে তারাবি, জুমা ও ঈদুল ফিতরের জামাতের ব্যবস্থা করছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার। রাত ১০টা ৪০ মিনিটে মোহাম্মদী সেন্টার থেকে ইমাম কাজী কাইয়্যুমের ফেসবুক আইডিতে যুক্ত হয়ে ঘর থেকেই এই নামাজে অংশ নেওয়া যাচ্ছে। একই ভাবে ফেসবুক লাইভে প্রতি শুক্রবার নিউইয়র্ক সময় বেলা দুইটায় জুমার নামাজের জামাতেও মুসল্লিরা অংশ নিতে পারবেন।